প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

তারা আমাকে কেন দিল, ম্যাচসেরার পুরস্কার পেয়ে অবাক ধোনি

article-img

ম্যাচসেরার পুরস্কার পেয়ে যে কোনো ক্রিকেটারেরই খুশি হওয়ার কথা। কারণ দুই দলের মধ্যে সেরা পারফরম্যান্সকারি বলেই পুরস্কারটা তার হাতে উঠেছে। মহেন্দ্র সিং ধোনিও গতকাল সেই নিয়মেই পুরস্কারটা জিতেছেন। কিন্তু গতকাল এই পুরস্কারের জন্য নিজেকে যোগ্য মনে করেন না বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

 

তাই পুরস্কার নেওয়ার সময় ধোনি জানিয়েছেন, কেন তারা আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করল। তার মতে, অন্য কেউ পাওয়ার যোগ্য ছিল। একজনের নামও জানিয়ে চেন্নাইয়ের অধিনায়ক বলেছেন, ‘আজও আমার মত ছিল, কেন তারা আমাকে এই পুরস্কার দিচ্ছে? নূর সত্যি ভালো বোলিং করেছে।’

 

পরিসংখ্যানও ধোনির কথাকেই সমর্থন করছে।

লক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নূর আহমেদ উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন আফগানিস্তানের চায়নাম্যান। ২৪ বলের ১৩টি দিয়েছেন ডট। প্রতিপক্ষের কোনো ব্যাটারই তাকে কোনো বাউন্ডারি হাঁকানোর সাহস পায়নি।

 

তার এমন দুর্দান্ত বোলিংয়ের কারণেই দুই শ ছুঁই ছুঁই স্কোরের স্বপ্ন দেখা লক্ষ্নৌ ১৬৬ রানেই আটকে যায়। আইপিএলে যেখানে হারহামেশাই বোলারদের পিঠিয়ে ওভার প্রতি দশের ওপরে রান নিচ্ছেন ব্যাটাররা সেখানে ১৫ ও ১৭তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ২ ও ৩ রান দিয়েছেন নূর। তাই ধোনির মতে, পুরস্কারটা পেতে পারতেন নূর।

 

সে যাই হোক গতকাল লক্ষ্নৌতে পুরনো রূপে আরেকবার হাজির হয়েছেন ফিনিশার খ্যাত ধোনি। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে চেন্নাইকে তিন বল হাতে রেখে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।

 

৪ চার ও ১ ছক্কার ইনিংসটির জন্য পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন উইকেটরক্ষক ব্যাটার। এতে স্বীকৃত ক্রিকেটে ৬ বছর পর এই পুরস্কার পেলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে আইপিএলেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন ভারতের দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক। বেশি বয়সে এই পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ৪৩ বছর ৬০ দিনে পুরস্কার পাওয়া লেগ স্পিনার প্রভিন তাম্বেকে পেছন ফেলে ৪৩ বছর ২৮১ দিনে কীর্তি গড়লেন ধোনি।

 

জয় দিয়ে এবারের আইপিএল শুরু করলেও টানা পাঁচ ম্যাচে হারের সাক্ষী হয়েছিল চেন্নাই। ব্যাকফুটে থাকা চেন্নাইয়ে জন্য তাই জয়ের কোনো বিকল্প ছিল না। গতকাল লক্ষ্নৌর বিপক্ষে ৫ উইকেটের জয়ে শরীর থেকে যেন হারের ভূত তাড়িয়ে দিয়েছে তারা।

 

দুর্দান্ত ফিনিশিংয়ের আগে গ্লাভস হাতে একটি রেকর্ডও গড়েছেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি। রবীন্দ্র জাদেজার বলে আয়ুশ বাদানিকে স্ট্যাম্পিং করে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। পরে ঋষভ পন্তের ক্যাচ নিয়ে সংখ্যাটা ২০১ করেছেন। তার ধারেকাছে আর কেউ নেই। ১৮২ ডিসমিসাল নিয়ে কিছুটা কাছাকাছি থাকা দিনেশ কার্তিকও গ্লাভস-প্যাড তুলে রেখেছেন। আইপিএলে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ১১৬ ডিসমিসাল নিয়ে শীর্ষে থাকা বিরাট কোহলি সবমিলিয়ে আছেন ছয়ে। মাঝে আছেন-এবি ডি ভিলিয়ার্স (১২৬), রবিন উথাপ্পা (১২৪), ঋদ্ধিমান সাহা (১১৮)।